কার্নিশে আজ জমছে অশ্রুজল
চিলেকোঠায় স্মৃতিরা টলোমল
জল থৈ থৈ শ্রাবণ মেঘের আকাশ ।
চলে যাওয়া দিনের লিপিকথা
সেসব কি আজ নিছকই জমানো ব্যথা ?
উদাস কেন এমন বাউল বাতাস ?
জমিয়ে রাখছি বৃষ্টি ভেজা নদী
কখনও তুমি ফিরে আসো যদি
পুরনো খামে দেখবে তোমার নাম ,
সত্যি বলছি এখনও বৃষ্টি হলে
তিস্তা ডাকে পুরনো কৌশলে ।
মেটাতে চায় বিগত দিনের দাম!
কলমে সৌমী গুপ্ত, কলকাতা