রবিঠাকুর তুমি চলে গেলে
অস্তমিত সূর্যের আড়ালে
তোমার সাজানো বাগানে
পারিজাতের দল আজও
আসে দলে- দলে ছাতিম তলে।
তুমি যখন ছাড়লে তোমার
শান্তির নীড় তোমার চোখে নীরবে
বয়ে চলছিল মুক্তোর ধারা।
জীবনটা ছিল তোমার নীরবতায়
ভরা কষ্টের জ্যোৎস্নায় ।
তোমার আদরের বেলা যেদিন
চলে গেল পঞ্চভূতে সেদিন ও
পেয়েছিলে কি এতোটা কষ্ট
পেয়েছিলে কি নতুন বৌঠানের চলে যাওয়া
তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গিনীকে
হারিয়ে হয়েছিলে কি এতোটা দৈন্য।
বোধ হয় না কিন্তু আজ তোমার
চোখে দেখলাম হারানোর ভয়
তোমার সাজানো বাগানে মালীর অভাব
আজ বাইশে শ্রাবণ শত সহস্র
চোখের জলে নিলে বিদায়
আবার যদি হয় জন্ম এসো ফিরে
তোমার নিজ হাতে গড়া মন্দির প্রাঙ্গণে
অপেক্ষায় আছে হাজার- হাজার
পারিজাত।।
কলমে জয়া ঘটক, খড়দহ
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941
