ভবিষ্যতের চিন্তা কত! অ্যাম্বিশনও উচ্চ!

সবার উপরে পৌঁছতে আজ আবেগগুলোও তুচ্ছ ।

কি হবে ওসব বন্ধুত্বে, ডিপ্লোমেসিই শ্রেষ্ঠ!

পড়ে থাক না খেলার মাঠ , বৃষ্টিতে কেন ভিজছো ?

পড়ে থাক সব রূপকথারা, টেক্সট বই নাও হাতে,

নয়তো ওরা গাড়ি চাপবে, তুমি শোবে ফুটপাতে।

আকাশের দিকে না তাকিয়ে বইতে মন দাও!

বোঝো কি ছাই না বোঝো মুখস্থ করে যাও।

অন্যায় দেখে শিউরে উঠলে, ওঠো, কিন্তু অল্প !

হাতে হাত রেখে প্রতিবাদ করা,সে কেবল ইতিহাসেরই গল্প,

প্রতিষ্ঠিত হওয়া দরকার, কাজেতে মন দাও।

নামিদামিও হতে হবে জেনো, মহান নইবা হও!

এমনভাবে লক্ষ্যের দিকে যারাই এগোচ্ছেন

ভাবি কি দেখেছেন জীবন থেকে প্রাণকে হারাচ্ছেন?

প্রতিষ্ঠা অতি প্রয়োজনীয় তবে এভাবে হয়তো নয়,

জীবনকে সেলিব্রেট করেও প্রতিষ্ঠা পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়ায় হাজার বন্ধু ,রিয়েলিটিতে একা !

চোখে জল এলে, মন ভাঙলে কাকে বলবে সে কথা ?

ডিপ্লোমেসিরও প্রয়োজন আছে, তবে তা আসে পরে,

কিছুটা হলেও ডিপ্লোমেসি বিভেদ সৃষ্টি করে ।

অর্থ, সে তো প্রয়োজনীয়, অবশ্যই দরকার।

তবে, নীল আকাশ আর সবুজ ভূমি জীবনের ধরোহর ।

টেক্সট বইও প্রয়োজনীয় নেই তাতে সন্দেহ ,

তবে কল্পনা ছাড়া জীবন লাগে প্রাণ বীণা যেন দেহ ।

গাড়ি-বাড়িতেই সুখ থাকলে কোটিপতি যত আছে ,

ভুগতো না তারা ডিপ্রেশন বা একাকিত্বের নাগপাশে।

অন্যায় দেখে মুখ ফেরাচ্ছো, ভাবছো বিপদ পাশে ,

ভুলো না তবে ঘড়ির কাঁটাও প্রতি ডিজিটেই আসে ।

বলিনি মিথ্যে, কল্পকাহিনী ভেবে দেখো সব সত্যি,

নিজেদের থেকে কিভাবে আমরা নিজেরা হারাচ্ছি।

জীবনের নাম যাপন করা বেমালুম ভুলে গেছি,

প্রতিযোগিতার যাঁতাকলে আজ নিজেদেরই পিসছি ।

ছোট্ট শিশুর কাঁধে তুলে দিই বইয়ের বিরাট বোঝা,

হয়না তার আর পক্ষীরাজের পিঠে চেপে মনি খোঁজা ।

মনে করে দেখো শেষ কবে ওই তারাদের দেখেছি ?

তার জায়গায় বরং আমরা হিংসায় মেতেছি ।

আমরা যে এক ! সবাই সমান শোনো আকাশের কথা,

নিজেদের জালে নিজেরা জড়িয়ে অহেতুকই পাই ব্যথা ।

তার চেয়ে বরং বাদ দিই যত দ্বন্দ্ব গ্লানি আছে,

একই মাটিতে দাঁড়িয়ে বলি সবাই সবার পাশে ।

ভেবেই দেখুন ভালোবেসে যদি এভাবে এগিয়ে যাই,

প্রতিষ্ঠা আর গৌরবই নয়, ভালো থাকব সবাই ।।

কলমে বর্ণালী দাস, হুগলী।

২০২০ তে হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজ থেকে ইতিহাসে স্নাতক হই (কলকাতা বিশ্ববিদ্যালয়) । বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে এম. এ করছি । আর্থ সামাজিক বিষয় সহ নানান বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

6 COMMENTS

    • তোমরা পাশে থেকো যেনো এভাবেই এগিয়ে যেতে পারি 🙂🙏🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here