মোহনপুর নামক একটি জায়গাতে এক কালি মন্দিরে রাখাল নামক এক ভিখারি বাস করত ।সে মন্দিরে পূজা দিতে আসা মানুষের দেওয়া সাহায্য তার জীবন অতিবাহিত করত। কিন্তু সেই জায়গাতে একবার হঠাত্ করে খরা দেখা  দিল যার ফলে চাষ বাসের খুব ক্ষতি হলো তাদের  টাকা পয়সার অভাব দেখা দিল।সেই জায়গার মানুষ গুলির মধ্যে হাহাকার দেখা গেল যার ফলশ্রুতি হিসাবে সেই জায়গার মানুষ গুলি মন্দিরে আর পূজা দিতে আসতে পারেনা, এর সরাসরি খারাপ ফল পরলো সেই ভিখারি রাখালের ওপর।এরপর থেকে তার খাওয়া দাওয়ার খুব কষ্ট শুরু হলো।

রাখাল: রাখাল মন্দিরে ঠাকুরের দিকে চেয়ে বললো, ” মা তুমি এ কি করলে? মোহনপুরের মানুষ গুলির ওপর একি বিপদ ডেকে আনলে, তারা খেটে খেত এখন খরা দেখা দেওয়াতে খুব  বিপদে পড়ে গেল । আমিও তাদেরই সাহায্যেই জীবন কাটাতাম কিন্তু এখন আমারও আর খাওয়া জুটছে না। একি করলে মা তুমি? এরপর রাখাল হাউহাউ করে মায়ের পায়ের কাছে পরে কাঁদতে শুরু করল । রাখাল এরপর মায়ের দিকে তাকিয়ে বললো মা আমার আর বেঁচে থেকে লাভ নেই তাই আমি ঠিক করেছি মোহনপুরের জঙ্গলে গিয়ে বাঘের কাছে  নিজেকে তুলে দেব তাতে একজন তো আমাকে খেয়ে নিজের খিদে নিবারন করতে পারবে। আমার মত খিদের জালাতে আর মরতে হবেনা ।এরপরই রাখাল মোহনপুরের জঙ্গলের দিকে রওনা দিল, চলতে চলতে জঙ্গলে একটি গুহার কাছে এসে উপস্থিত হলো । রাখাল ভাবলো নিশ্চই এই গুহা তে কোনো বাঘ আছে; সেই ভেবে রাখাল ধীরে ধীরে সেই গুহার ভিতরে প্রবেশ করল, ভিতরে প্রবেশ করে সে চিৎকার করে বলতে লাগল কে আছ আমাকে এসে খেয়ে নিজের খিদে নিবারন করো, রাখাল ভাবলো হয় ত তার চিৎকারে বাঘ বেরিয়ে আসবে ।

ভূত: রাখালের কবার চিৎকারের পর  হঠাত্ একটি বিশাল আকারের ভূত বেরিয়ে এল।সে বেরিয়ে এসে রাখালের কাছে দাঁড়ালো, সামনে অমন আকারের ভূত কে দেখে রাখাল ভীষণ ঘাবড়ে গেল । ভূত টি রাখাল কে বললো তুমি কেন নিজের জীবন দিতে চাইছ? রাখাল নিজেকে সামলে নিয়ে ভাবে তালে না হয় ভূতের হাতেই জীবন যাক্, কি বা এসে যায় । তার পর রাখাল মোহনপুরের দুর্দশার কথা ভূত টিকে খুলে বললো, ভূত সবশুনে বললো, তোমার কথাটা তো শুনলাম কিন্তু আমি তোমার জীবন নিতে পারবো না, রাখাল জানায় তুমি তো ভূত, তুমি কেন আমাকে মেরে নিজের ক্ষুধা নিবারন করতে পারবেনা? ভূত টি জানায় মানুষের পাঁচটি আঙুল যেমন সমান হয়না তেমনি সব ভূত সমান হয়না । 
ভূত: ভূত টি এরপর জানায় আমি তোমাকে সাহায্য করতে পারি, 
রাখাল: রাখাল বলে তুমি কি করে সাহায্য করবে?
ভূত: ভূতটি একটি বাঁটি রাখালের হাতে দিয়ে বলে তুমি এই বাঁটিটার দিকে চেয়ে যা চাইবে তাই পাবে। তুমি নিশ্চিন্তে মোহনপুরে ফিরে যাও।
রাখাল: রাখাল কিছুটা অবাক ও কিছুটা নিশ্চিত হয়ে মোহনপুরের দিকে রওনা দিল। সারারাত হেটে পরদিন সকালে রাখাল মোহনপুরে এসে পৌছাল। তার সেই সময়ে ভীষণ খিদে পেল। সে ভাবলো, ভূতের দেওয়া সেই বাঁটিটা একবার পরীক্ষা করে দেখা যাক্ । এরপরে সেই বাঁটির দিকে চেয়ে দুটি শুকনো রুটির কথা বলতে, তার বদলে বিভিন্ন শাহী খাওয়ার এসে উপস্থিত হলো । এতে রাখাল যাঁর পর নাই অবাক হলো এবং সাথে সাথেই সেই ভূত টির ক্ষমতা বুঝলো।তার পর নিজের জন্য না মোহনপুরের সকলের উন্নয়নের জন্য সেই বাঁটি বাবহার শুর করল । এর কিছু সময় পরই মোহনপুরের সুদিন ফিরে এল । সেখানের সাধারণ মানুষেরা ভাবলো ভগবানের আশীর্বাদে সব হয়েছে । আবার সবাই আগের মতো মন্দিরে পূজা দিতে শুরু করল করল ।রাখাল ও সেই মন্দিরেই আগের মতো মনের সুখে থাকতো লাগল ।কেউ রাখালের সেই বাঁটিটার কথা জানালোনা আর রাখালও কাউকেই কিছু বললো না।সবসময় কেবল জঙ্গলের সেই ভূত এবং ভগবানকে বলতে লাগল তোমারা সব সময় এমন আশীর্বাদ বজায় রাখো ।।

কলমে শুভঙ্কর ভট্টাচার্য, ইছাপুর

একজন ছাত্র ।লেখালিখি করা আমার নেশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here