বদ্ধ চিন্তা ভ্রান্ত বিচার – ফারাক তোমার আমার ,
পঞ্চতত্ত্বে মানুষের মুখ, অন্ধধর্মে স্বজন বিমুখ
হিংসা আর হানাহানি- বিপন্ন অস্তিত্ব, শুধু ভয়,
প্রতিবেশী-র চেনা মুখ, ব্রাত্য কুশল বিনিময়।
কাবার পাথর,পাথরের-ই শিব জানি, বেঁচেথাক বিশ্বাস ,
পাঁঠার বলি, বখরির কুরবানী, লোভের গেরোয় বিধির ফাঁস,
ওদের নবী, আমাদের নিমাই -কিংবা তাদের যীশু,
মাটির বুকে চাঁদের উদয় – মানব রূপে দেব শিশু !
আমিনা ,শচী,ম্যারি মাতার রক্তে সেঁচা প্রাণের ধন,
মানুষের ভিতর মানুষের জন্ম , জাত-ধর্ম, মিথ্যা প্রহসন,
মহীরুহ হয় বীজ বিভেদের, আমরা-ওরা, আমাদের-ওদের,
দিবাকর নাকি অস্তভানু – অহ্ন চক্রে শক্তির যাচনা,
করজোড়ে বা নতজানু হৃদয় থেকে হৃদয়ের প্রার্থনা,
মুছে যাক বিভেদ, অশিক্ষা, কুসংস্কার, সংকীর্ণতা যত।
মানুষের মাঝে মানুষ বাঁচুক শুধু মানুষের মতো।