বহুবার হেরেছি আমি,
না নিজের কাছে নয় ;
হেরেছি আপন মানুষের কাছে।।
তবুও উঠে দাঁড়িয়েছি বারংবার,
এগিয়ে গেছি জয়ের পথে; অন্যকে
হারাতে নয়, নিজের ভয়কে হারাতে।।
শংসাপত্র পাওয়ার থেকে,
পিঠ পিছের ফিসফিসানি-কে বেসেছি ভালো;
করেছি সুতীক্ষ্ণ মিছরির ছুরির আঘাত সহ্য।।
হাজার বাধা পেড়িয়ে,
সহস্র অত্যুক্তি অতিক্রম করে দাঁড়িয়ে আজ;
এক নতুন জয়ের সীমারেখায়।।
হয়তো সবার মনের মত পারিনি হতে,
পারিনি দিতে কোনো প্রত্যুত্তর;
কিন্তু শিখেছি ঘুরে দাঁড়াতে নিজের শিড়দাঁড়ায়।