লাল রক্তের গন্ধ সেতো চিরদিনই আমার প্রিয়,
ছিটিয়ে থাকা মুঝেতে লেপ্টে যাওয়া বা লাসের অঙ্গ
থেকে নেওয়ার সুখ অদ্বিতীয়।
তীক্ষ্ণ ছুরির এক টানে চিরে ফেলেছি
কত নরম গলা,
দেখেছি যন্ত্রনায় ছটফটানো মানুষের চিৎকার
এক বিচিত্র যাত্রাপালা।
এ পেশায় রোমাঞ্চ আছে আছে এক
ভিন্ন স্বাদের অনুভূতি,
রাত্রের কালিমায় নিজেকে ঢেকে রেখে
প্রকাশ করা নিজের নতুন পরিচিতি।
শিল্পী হিসেবে আমি নিজের প্রতিভার পরিচয়
বারেবারেই দিয়েছি তাদের,
বিরোধীদের আন্দোলনে ছেয়ে যায় কাগজ,খবর
সাইকো,পাগল,কিলার সিরোনামের।
তারা কি বোঝে না আমার এই আনকোরা
শিল্পকর্মের মূল্য,
তাদের কাছে আমি খুনি মাত্র, তাদের বিচারে
আমার শাস্তি ফাঁসির সমতুল্য।
জানালার ভাঙ্গা কাঁচ দিয়ে ঢোকার রাস্তার আলো যখন পরে আমার সান দেওয়া তুলিতে,
এক মনে শুনি তাদের কথা, বাড়িয়ে দিয়ে নির্মমতা নিষ্ঠুরতার পরিমান আমার পরিকল্পনা গুলিতে।
নিশির বিষ যখন ভেদ করবে অভেদ্য
নিস্তব্ধতার বর্ম,
ভিজে যাবে তখন আমার তুলি,ডুবে যাব সেই গন্ধে আর সৃষ্টি হবে আমার নতুন শিল্পকর্ম।

কলমে রোহিত দাস, সিউড়ী, বীরভূম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here