স্বপ্নেই রইবে

কলমে আকমাল হোসেন

7
1471

রূপের সাগরের রানী যে তুমি
নীল সমুদ্রের শান্ত ঢেউ
আগলে রেখেছি মনের কোঠায়
সুযোগ না পায় অন্য কেউ।

স্বপ্নের রানী সাজিয়ে তোমায়
স্বপ্নেই দেবো গগন পাড়ি
স্বপ্নের দেশেই ঘুরাবো তোমায়
কল্পনায় হবে যাত্রা গাড়ি।

লক্ষ কোটি তারাদের মাঝে
তুমিই হবে সবার সেরা
সুখ শয্যার আনন্দের মাঝে
রইবে তুমি স্বাধীন ঘেরা।

ফিরবে তুমি নীল পরীর বেশে
হাসির প্রলয় যাইবে বয়ে
স্বপ্নে আমি বিভোর রইবো
রক্ত রঙে রঞ্জিত হয়ে ।

কলমে আকমাল হোসেন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর

বর্তমানে স্কুল জীবন অতিবাহিত করে কলেজে অবতরণ করছি। ছোটোবেলা থেকেই লিখালিখির প্রতি গভীর আগ্রহ হয় এবং নিয়মিত সাহিত্য অনুশীলনে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। 

7 COMMENTS

  1. খুব সুন্দর উপস্থাপন, এগিয়ে চলুক কলম তোমার।

  2. খুবই সুন্দর উপস্থাপন, মনমুগ্ধকর লেখনী প্রিয় ❤️, এগিয়ে চলো ইচ্ছেদের ছুয়া পেতে ‌। সঙ্গে আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here