বাবা তুমি অন্যরকম
সব বুঝেও অবুঝ,
হাসি তোমার প্রাণজুড়ানো
মনটা বেশিই সবুজ 😂
ব্যঙ্গরস আর বকবকেতে
জুড়ি মেলা ভার,
সব বাজেগুন এইভাবেই,
(আমায়) করেছো ট্রান্সফার।
একগুঁয়ে আর মাথাগরম
ব্যক্তি বিশেষ বৈশিষ্ট্য,
খাদ্যরসিক- প্রাণখোলা মন
গুরুর প্রতি নিষ্ঠ।
সবাই খানিকটা বোঝে
আমি একটু বেশি,
তোমার চুপ করে যাওয়া
চাপা ঠোঁটের হাসি।
হাসিমুখে বয়ে চলা
জমা দুঃখের পাহাড়,
লুকিয়ে রাখতে সফল
তুমি, সকরুন হাহাকার।
রাগ পেয়েছি জেদ পেয়েছি
খেতেও লাগে ভালো,
সব্বাইকে তোমার মতো
বাসতে চাই ভালো।
বাবা তুমি গাছের মতো
ঝড় ঢেকেছো বুকে,
তুমি আমার দুঃখে ছিলে
থেকো প্রতি সুখে।
বোকা আমি তোমার মতোই
ফিরি স্মৃতির অলিগলি ,
বাবা আমি তোমার মেয়ে
স্পষ্ট কথা বলি।
কলমে মৌসুমী কুন্ডু