নারীর স্থান

কলমে সুপর্ণা বিশ্বাস

4
845
ও মেয়ে তুমি ঘুমোলে নাকি ?
কত কাজ পরে আছে জানোনা বুঝি,
    তুমি যে নারী
বিশ্রাম তোমায় মানায় নাকি ?

ও মেয়ে তুমি কাঁদছো নাকি ?
সমাজকে তুমি বলবে টাকি?
তুমি যে নারী
সহ্য করতে পারোনা বুঝি ?

ও মেয়ে তুমি নাকি বড়ো অভিমানী ?
হাসালে যে ভারী,
তুমি যে নারী
মান অভিমান তোমায় মানায় নাকি ?

ও মেয়ে ওটা কি পরেছো ?

লজ্জা বুঝি নাইকো তোমার,
অঙ্গ দেখাও সবার মাঝে!
তুমি যে নারী
লজ্জা যে নারীর ভূষণ।
ভুলেছো কি সব নিয়ম কানুন?
ভুলেছো দেখছি নিজের স্থান,
সমাজে তুমি দ্বিতীয় শ্রেণীর প্রাণী
পুরুষের পর তোমার স্থান।
উঠতে তুমি চেয়ো নাকো পুরুষের উপরে,

ও মেয়ে ভুলোনাকো 
তুমি যে নারী।।

কলমে সুপর্ণা বিশ্বাস

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here