দহন শীতল পথে

কলমে প্রতিম ভট্টাচার্য্য

0
437

দিবা মিলিয়ে গেছে,
বসুন্ধরা ভেসে উঠেছে কালো চাদরের সাথে;
অঝর ধারায় বৃষ্টি নামে।
ক্ষুধা তো আমাদের সকলেরই আছে,
ক্ষুধা মেটানোর রাস্তা যে নেইl
সূর্যের দিকে তাকিয়ে থাকি রোজ , হলুদ রঙের আভা যে পাই ।

অগ্নি যেন সংহার করে আজ,
নীহার করে মানুষকে একাকী।
রক্ত যেন শিহরণ জাগায় মন,
অত্রি কি আবির্ভূত হয় না, ধবলকে যদি করে স্ফুটন।
পর্ণ যে পতিত হয় প্রত্যহ , নীলিমা যে দূরীকরণ করে একেl
বেগুনী যে প্রবাহিত করে, শাবক শব ছড়িয়ে আছে খাকে।

আমিও কি তবে কুয়াশার অবসরে ঝটিকার অধিকারীর মাঝি! — ভাবিয়ে তোলে আমাকে রোজ ।
অন্তরে যে ভেসে আসে বেখেয়ালির গান, ইশারাটি কি বিচ্ছিন্ন হওয়ার বাকি?
প্রার্থনায় মোর কাটে দিন রাত, প্রজাপতি আর উড়বে না কী !

কলমে প্রতিম ভট্টাচার্য্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here