শিক্ষাই চাই শিক্ষায় পাই
শিক্ষাই জাতির মূল ।
শিক্ষা দিয়ে যায় করব
এই জাতির মূল,
মজিব চায় সবাই পায়
উচ্চশিক্ষা নিতে,
সবকিছুই সম্ভব হয়
মুজিব কন্যা এলে ।
সে থাকলে চিন্তা নেই আর
পড়াশোনা নিয়ে,
উচ্চশিক্ষায় শিক্ষিত হব
দেশের ছাত্র-ছাত্রী মিলে ।
বিনামূল্যে বই দিচ্ছে
মুজিব কন্যা এসে,
সব শিক্ষাই শিখব এবার
এই সুযোগ পেয়ে ।
পড়াশোনা করব এবার মনোযোগ সহকারে
উচ্চশিক্ষায় শিক্ষিত হব শিক্ষার আলো দিয়ে।
কলমে মোঃ ইয়াসিন , রংপুর জেলা
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941
