আজ তোমার বিদায় বেলায়,
পুরোনো স্মৃতিতে মন ভরে যায়;
ছিলে অনেক বৃদ্ধ পিতা মাতার অপেক্ষার কারণ,
অগণিত মানুষের করেছ দুঃখ নিবারণ!
দেশের বিভিন্ন প্রান্তে এমন কি সুদূর বিদেশে ও,
সবার ছিল ভরসা তোমারই মধ্যস্তে –
রানারের কাঁধে ঝুলে,রাত দিন,রোদ বৃষ্টি পেরিয়ে,
ফুটিয়েছো মিষ্টি হাসি,
ভুলবেনা তোমায় কোনো ডাকঘর,কোনো রানার, কোনো গ্রামবাসী!
ভুলতে পারবেনা তোমায় কোনো শিক্ষার্থী,
ভুলতে পারবেনা কোনো ঠাকুর ধামের পরিচালক মন্ডলী:
আজ এই আধুনিকতায় তোমায় হারিয়ে,
শোকার্ত হৃদয়ে জানাই শত প্রণাম,
চিরস্মরণীয় থাকবে তোমার অবদান,
অতুলনীয় তুমি,ভারতীয় ডাক বিভাগের মানি অর্ডার!!
কলমে নবব্রত দে