বিহু | দ্বৈরথ ..(দুটি কবিতা)

3
1221

বিহু

বেড়ার গায়ে মেখলা মেলা ছিল
শুকোচ্ছিল নিষিক্ত রোদ্দুর
রোদের বাড়ি কুঁচবরণ গাঁ
ইষ্টিকুটুম সন্ধ্যা সমুদ্দুর

সাঁঝের জলে গা ধুয়ে সে বসে
খোপায় বাঁধে উদাস দিবাবসান
বেড়ায় মেলা মেখলা হাওয়ায় ওড়ে
বুকের গাঙে একাকী সাম্পান

মেখলা জানে ভাসার স্বরলিপি
একতারাতে বাউল তোলে সুর
পালের দেহে কণ্ঠীধারী হাওয়া
স্রোত গিয়েছে উঠোনখানিক দূর

সেই অনতিদূরেই তার বাড়ি
বাড়ির বেড়ায় মেখলা মেলা থাকে
দরিয়াপুরে হন্নে সে এক লোক
পাগল হয়ে আজও খোঁজে পাগলিকে…

দ্বৈরথ

পরগাছার মতন মৃত্যুরা, আজন্ম তৃণাঙ্কুর অভিলাষী
অথবা
বার্ধক্যের নীরব নিরক্ষরেখা

আমরা জন্মকাল তবু মিথোজীবি
মৃত্যুদেহের বুকে
আমরা বাঁচিয়ে রাখি বেঁচে থাকবার উল্লাস
আমরা লালন করি আমাদের সহস্র জীবন
অন্তিম নিঃস্বাস…

যেতে নাহি দিব!

প্রাণের প্রবল আয়ু
বন্ধক রাখে মৃত্যু ও তার মৃতশরীরের লাশ

এই তবে জীবন, একেই জীবন বলে বুঝি-
একা রাতে প্রিয়জনের একাকিত্বের শোক!

হরিধ্বনি ক্লান্ত হয়ে গেলে
তবুও তো মদ গিলে খায়, সকল ভিন্নতর লোক

আমরা সকলে জানি আমাদের নেশার রক্তাল্পতা
শেষ চুমুকের পরে চেপে বসা শূন্যতা চিনি

তবু রাত… রাত্রি অশীতিপর মেতে থাকে দিনের নেশায়
জন্ম মানেই মরণের সাথে অলিখিত সমঝোতা

প্রতিটা জীবন জানে মৃত্যুই অনিবার্য তবে!
মরে যেতে যেতে মৃত্যুও জানে-

জীবনকে বাঁচতে দিতে হবে…

আমরা প্রাতরাশে তেজস্ক্রিয়তা খেয়ে বাঁচি
বিকেলের বারকোডে নতুন মৃত্যু লিখি
প্রতিবার নতুন অসম্ভবে!

কবি পরিচিতি: মৌলীনাথ গোস্বামী, জন্ম- ১৯৭০। আজন্ম বসবাস আসানসোলে। 
স্কুলজীবন কেটেছে আইরিশ মিশনারিদের মাঝে। ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর। 
বর্তমানে, রাজ্য সরকারের আধিকারিক।
 দীর্ঘ সময় ধরে কবিতা ও গল্প, উপন্যাসের চর্চা করে চলেছেন। বিশ্বাস করেন, 
জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি বস্তু নিয়ে কবিতা রচনা করা সম্ভব। তাঁর লেখায় 
বারবার উঠে এসেছে প্রেম, বিচ্ছেদ, মানুষের সামাজিক অবস্থান এবং গভীর 
মৃত্যু-চেতনা। একাধিক পত্র-পত্রিকায়, তাঁর কবিতা, গল্প নিয়মিত প্রকাশিত হচ্ছে।
কবির প্রথম কাব্যগ্রন্থ- "দয়াল"- প্রকাশকাল, বইমেলা, ২০২০, প্রতিভাস প্রকাশনা।
লিখবেন, যতদিন জীবন লেখাবে তাঁকে দিয়ে...

3 COMMENTS

  1. অসাধারণ দুটি কবিতাই…….কন্টেন্টের দিক্ থেকে প্রথমটিতে শুদ্ধ মাটির গন্ধ…. শব্দচয়ন অদৃষ্টপূর্ব…যেমন কন্ঠীধারী হাওয়া/উঠোনখানিক দূর/ নিষিক্ত রোদ্দুর…….
    ….
    ২য় কবিতার অন্তরে রয়ে গেছে সেই মহাকালের চাকার ঘূর্ণণ….আলো-আঁধার…..সাদা-কালো….জীবন- মৃত্যুর চিরসখ্যের চিরন্তন কাহিনী । যে আত্মানুসন্ধানের মধ্যে চলাচল থেকেই সেঁচে নেওয়া যায় জীবনেরই প্রাণরস….
    🙏

  2. “বিহু”-র চিত্ররূপময়তা- আপনার পক্ষেই সৃষ্টি করা সম্ভব মৌলী… অনেক দিন পর এমন একটি টাটকা সুঘ্রাণ পেলাম লেখায়! আহা… বড় ভালো লিখেছেন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here