Photo: nytimes
আজ চাঁদের জমি নিলাম হবে
সভ্যতার লাভাস্রোত চাঁদের বুকের পৌছে যাবে
পৃথিবীর বাস কম পরেছে, বিষে বাতাস হয়েছে ভারী
সীসায় কালো ফুসফুস তার, থমকায় প্রান ধুকছে নাড়ী
তাই চাঁদের জমি নিলাম হবে।
ইতিহাসের প্রথম পাতায় গুহামানব আগুন জ্বালায়
সেই আগুনে পুড়েছিল দণ্ডকারণ্য দারুন শিখায়
সেই আগুনে জ্বলছে আজো আমাজনের বাসিন্দারা
অগ্নিদেবের বড্ড খিদে, গ্রাস করবে বসুন্ধরা
আকাশছোঁয়া সেই লেলিহানে অট্টহাসি হাসবো আজ
বিজ্ঞানের এই পরাক্রমে সবুজ পৃথিবী ধূসর খাক
তাই চাঁদের জমি নিলাম হবে।
লোহার যন্ত্র দেখবে চিড়ে চাঁদের বুকে স্নেহ কত
নিক্তি মেপে দেখবে মানুশ জল কত আর রক্ত কত।
কাটাছেড়া করতে হবে, ভাঙতে হবে স্বর্গদুয়ার
হাতুড়ির ঘায়ে থেঁতলে দেবে বিশ্ব পিতার অহংকার।
ঈশ্বর তার গুনবে মাসুল, তাই ধ্বংসলীলা চলতে থাক,
বিশ্ব মাঝে থাকবে তারাই, বাকিরা সব চুলোয় যাক।
তাই চাঁদের জমি নিলাম হবে।
একটা কথা জানতে বড় ইচ্ছে করে আজ একবার
সেদিনের সেই ফলটি যেটা খেয়েছিল আদম ইভ
জ্ঞানবৃক্ষের ফল ছিল সেটা, না বিষ বৃক্ষের ফসল কী?
বিষাক্ত সেই নিশ্বাসে আজ নীলকণ্ঠ বিশ্বময়
স্বর্গ থেকে পতন হওয়ার শোধ নিল কি মানুষ তার?
লখীন্দরের লোহার বাসর ছিদ্র ছিল তাতেও এক
মানুষের গড়া লোহার বাসরে নিশ্ছিদ্র অন্ধকার।
চল চাঁদের জমি নিলাম করি।
কবি পরিচিতি :অদিতি দে, আমি অদিতি । আমি একজন গৃহবধু । এছাড়া আমার নিজের সম্পর্কে বলার কিছু নেই।
স্বীকারোক্তিঃ আমরা আপামর ভারতবাসী আজ গর্বিত ইসরোর সাফল্যে। চন্দ্রযান-২ হয়তো পুরোপুরি সফল হয়নি কিন্তু একদিন আমরা লক্ষ্যে পৌঁছতে পারবই।তবুও আজ আমাদের একটু ভাবা দরকার যে আমরা সীমারেখা লঙ্ঘন করছি কিনা।এই কবিতা পরে কেউ যদি আহত হন তাহলে আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এটা কেবলমাত্র আমার অনুভুতি যেটা আমি সকলের সঙ্গে ভাগ করলাম।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941