এই দুনিয়ায় সত্যি কথা
বলা বারণ ,
সত্যি বলা দোষ ;
সত্যি কথা বললে যদি!!!
ল্যাং খেয়েছো,
করবে লোকে ফোঁস !
তবুও যদি পন নিয়েছো
কারোর কথা শুনবো না।
‘সত্যি আমি বলেই ছাড়বো’
ভয়ের প্রমাদ গুনবো না ,
তাহলেতো বেশ মিটেয় গেলো,
নিজের শনি নিজের হাতে !
তুমি যতোই হও সত্যবাদী
কেউ নেইগো তোমার সাথে।
ওদিক দেখ,বেশ আছে !
মিথ্যের দল ;
অট্টহাসি বাতাসময় !
মিথ্যেয় আজ চলছে বাজার ,
মিথ্যে বলো …
তৎক্ষণাৎই তোমার জয়।
মিথ্যা মুখোশ খুব সুন্দর
সাথে মেকি হাসির সাজ ,
“মিথ্যা বলে আমার ভালো
না হয় তোমার মাথায় বাজ “,
মিথ্যা নাকি সামনে বলে ,
কেউ দ্বিধাহীন অনর্গল ,
মিথ্যাকে আজ এতো দেখা
যায় ,সত্য শোকে বিহ্বল।
সত্যের খোঁজ আর পায়না
সত্য আজ মৃত্যপ্রায়।
মৃত-জড় কথা বলেনা …..
তাই, সত্য আজ মুক্তি চায়।
মুক্তি চায়। মুক্তি চায়।
#মৌসুমী
#মন_ও_মৌসুমী