উচাটন মন কে দেবে জবাব তার ?
খেলিতে খেলিতে ভুলিতে বসেছি মণিহার,
তুমি যে আজোও আছো গভীর মননে,
গভীর থেকে গভীরতরো ।
বাঁচিলাম আমি, মরিবার তরে বাসিয়া তোমারে ভালো।
কথাছিল তুমি আসিবে যখন, দেখিবো গোধূলি লগন ,
একসাথে বসে বুনিব স্বপন
আমি হইব তোমাতে আলো।।
আসিলেনা তুমি, রখিলেনা কথা, ভুলিতে বসেছ মোরে,
আমি আজও বসে আছি তব প্রতিক্ষায় একলা নদীর তীরে ।।
ভালবাসিয়া হয়েছি অন্ধ দেখিব তোমারে কিবা?
চোখ খুলিয়া দেখিলাম আমি, তুমি করিছো প্রেমের সেবা।
হাসিল আমার অন্তরযামি, বলিয়া উঠিল রোষে,
বলেছিনু তোরে , এ সংসারে মিথ্যা প্রেমেরে খোঁজা,
মন নিবেষে ধরিয়া রহ নিজেই নিজের বোঝা।
লেখিকার কলম থেকে :কলিকাতা বিশ্বাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর , ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয় থেকে মাস্টারস অফ বিসনেস এডমিস্ট্রেশন বিভাগে পড়াশোনা। পারিবারিক সূত্রে ছোটবেলা থেকে গান ও আবৃতির সাথে যুক্ত। সখ : ফুলের বাগান।