Photo:Gallery Plus
আবার বাতাসে বারুদের গন্ধ
স্বর্গীয় উপত্যকায়
পড়ে কার্তুজের
খোলে জমাট রক্তের
দাগ।
অজস্র মানুষের আর্তনাদে
বিভীষিকাময় ও বিষন্ন
যেন মর্ত্যের স্বর্গ।
কালাশনিকভ রাইফেলের চকচকে
নলগুলো খুঁজে বেড়াচ্ছে
কোমল অনিন্দ্য সুন্দর
চেহারাগুলোকে।
কোরানের আজানের মাঝে
ধ্বনিত হচ্ছে অসহায় মানুষের
ভয়ার্ত রোদন।
রাতের অন্ধকারে শ্বাপদদের
পদধ্বনি শোনা যায় বারে বারে।
ক্লেদাক্ত হয়ে ওঠে
নমনীয় রমনীয় দেহগুলো
থেমে যায় ঝর্নার শব্দ
থেকে যায় পড়ে থাকা
নিস্পন্দ লাশের স্তূপ।
চাপা কান্নায় ভেঙে যায়
স্বর্গীয় উপত্যকার সংগীত
মুখর অপার্থিব সৌন্দর্যের
তপোবন।।

প্রবীর ভদ্র এর কলম থেকে , “লেখা আমার পেশা নয়, আমার নেশা।আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941