প্রাক্তন বসন্ত

0
1251
Photo : Stuff.co.nz

প্রিয় বসন্ত…..
অবশেষে অভ্যেসটা রপ্ত হয়ে গেছে।
আজ আর তোমাকে প্রাক্তন বলে ভাবতে অসুবিধা হয়না।
রাস্তার দুধারে যদিও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে
তোমার ঝড়ে যাওয়া শীর্ণ শুষ্ক পাতা,
তবুও তোমাকে ভুলে থাকতে খুব একটা কষ্ট হয়না।
হ্যা,একথা ঠিক কোনো এক বাসন্তী গোধূলীতে
নদীর তীরে নিজের প্রতিচ্ছায়া মুখোমুখি দাঁড়িয়ে থাকা
পলাশের ডাল থেকে তুলে আনা মুঠো পলাশ
আজও যত্ন করে রাখা আছে ডায়েরীর পাতার ভাঁজে।
তাই বলে চোখের জলে সিক্ত হয়না
স্মৃতি লিখনের পাতা কিংবা নিরস নিষ্প্রাণ পলাশ।
আমাকে ভুলে তুমি কতটা সুখে আছো জানিনা,
তবে আমি প্রতিজ্ঞা করেছি দুঃখের আবহে
ভারাক্রান্ত না হওয়ার।
আমার বিশ্বাস আমিও একদিন
খুশী থাকার মন্ত্রটা সম্পূর্ণ শিখে নেবো।

কথা ছিল বসন্তের পর গ্রীষ্ম আসবে।
বসন্তের রেখে যাওয়া ক্ষত উপশম হবে
চির নূতনের বৈশাখী বাতাসে।
দাবদাহের প্রখরতাও ম্লান হবে বসন্ত শোকে।
অথচ সচেতনভাবে গ্রীষ্ম এড়িয়ে গেছে এই পথ।
বছর শুরুর এখন উল্টো পুরান।
এক বুক হিমালয় নিয় প্রবল শৈত্যপ্রবাহে
আগুন জ্বেলে বসে আছি একা।
তবুও তোমাকে ভুল করেও বর্তমানে চাই না আর।
অবশেষে অভ্যেসটা রপ্ত হয়েই গেছে।
আজ আর তোমাকে প্রাক্তন বলে ভাবতে অসুবিধা হয় না।

 

 

Poet Krishna Barman

©কৃষ্ণ বর্মন (পলতা,ওয়েস্ট বেঙ্গল )

বিঃ দ্রঃ  : কৃষ্ণ বর্মন এর প্রকাশিত কাব্যগ্রণ্থ “চোপ”‘-এখানে কথা বলা বারণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here