ভাবনায়

0
1081
যখন তুমি ধানসিঁড়ি নদীর
ধারে বসে আবেগ নিয়ে খেলছো?
দু পাড়ের ঘন ঝোপের ছায়ায়
যখন জলের রং কৃষ্ণ বর্ন–
বুনো গন্ধ যেন বিবশ করে
দিচ্ছে প্রতি মুহূর্তে তোমাকে!
আমি তখন তোমার অপেক্ষায়।
বন্ধ দরজার এদিকে আর এক
পৃথিবীতে,
যেখানে তোমাকে ছোঁয়া যায় না
কিন্তু তোমাকে অনুভব করা যায়
আমার আবেশিত ভাবনায়।

হয়তো হ‍্যঁ হয়তো, এবার ফিরে
আসার পালা ধানসিঁড়ি নদীতে
যে সন্ধ্যা নামছে!
আর আমার পৃথিবীতে তোমার
প্রতিবিম্বের অস্তিত্ব
গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে।

এখন আমি স্পষ্ট দেখছি
তোমার নীলাম্বরী শাড়ীর আঁচল
উড়ছে আর তুমি ভেসে যাচ্ছ
ধানসিঁড়ি নদীর ওপর
বয়ে যাওয়া উত্তাল হাওয়ায়।

এবার বৃষ্টি আসবে তোমার সিক্ততা
আমাকে ও সিক্ত করবে
অবসাদের অবসন্নতাকে।।

 

Poet Prabir Bhadra

প্রবীর ভদ্র এর কলম থেকে “লেখা আমার পেশা নয়, আমার নেশা।
আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।
মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here