Photo : Heavy.com
প্রবৃত্তির দাসত্বে অভ্যস্ত সাধারণ
ক্রমশ অতি সাধারণে পরিনত হয়।
অসাধারণের স্বত্ত্ব কোনো দিনই
তাঁদের ভোগ করা হয়না।
দাসত্বের পরম্পরা রক্ষা করতে গিয়ে
সুকুমার বৃত্তিগুলি কোথায় যে নিরুদ্দেশ হয়,
তার হদিশ রাখার প্রয়োজন কেউ অনুভব করেনা।
ক্রমশ অতি সাধারণে পরিনত হয়।
অসাধারণের স্বত্ত্ব কোনো দিনই
তাঁদের ভোগ করা হয়না।
দাসত্বের পরম্পরা রক্ষা করতে গিয়ে
সুকুমার বৃত্তিগুলি কোথায় যে নিরুদ্দেশ হয়,
তার হদিশ রাখার প্রয়োজন কেউ অনুভব করেনা।
প্রথাগত প্রবৃত্তির বৃত্তান্ত অনুসন্ধিৎসু স্পার্টাকাস
এখন বড় অমিল।
বিদ্রোহ তাই বিদ্রুপে রূপান্তরিত হয়ে
মুক্তির ক্ষীণতম রশ্মিকে ফেরত পাঠায় অন্ধকারের উৎসে।
প্রবৃত্তি আজও তাই শুধু সাধারণের প্রভু হয়েই রয়ে গেল
প্রবক্তা হতে পারল না।
এখন বড় অমিল।
বিদ্রোহ তাই বিদ্রুপে রূপান্তরিত হয়ে
মুক্তির ক্ষীণতম রশ্মিকে ফেরত পাঠায় অন্ধকারের উৎসে।
প্রবৃত্তি আজও তাই শুধু সাধারণের প্রভু হয়েই রয়ে গেল
প্রবক্তা হতে পারল না।

কৃষ্ণ বর্মন……
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941