বুকের ভেতর নদী

বাংলা_কবিতা_মৌসুমী_কুন্ডু _পাল

0
1393

প্রতিটি মানুষের বুকের গভীরে ,
কোথাও এক নদী বয়ে গেছে
অনাবিল ,ঠান্ডা , যা স্পর্শকাতর।

সেখানে সময় অসময়ে হয় কত নৌকাডুবি ,
সেখানে ফোটে পদ্ম -শালুক
কখনো সেখানে, কচুরিপানার ভিড় ;
কখনো সে বাউলের গানের মতো উত্তাল
কখনো শরীর তার স্থির।

নিচে জমে থাকা কালো জলে,
অন্ধকারে , শিকড় ছড়িয়ে দিয়েছে স্মৃতিরা ;
সময় এর কত ক্ষত বার বার আছড়ে
পড়েছে , মাথা খুঁড়েছে , তার তটে।

মাঝে মাঝে আলোড়ন জাগে সারা বুক জুড়ে,
তখন আর ফোটে না পদ্ম শালুকের
থেকে যায় উল্টানো ডুবে যাওয়া নৌকারা।

— মৌসুমী

#মন_ও_মৌসুমী

    বুকের ভেতর নদী  : CopyRight @ M K Paul, September,2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here