যুদ্ধ শুরু মনে মনে,
মিত্রতা রোমকূপে।
তোমরা যাকে প্রেম বলো,
সে আমার গভীর বিশ্বাসে-
আত্মভোলা আত্মসুখ,
কলপনা নয় কবির
বিরহ আমার প্রাণের সখী-
যে যা চায় বলুক।
নিঃশ্বাসে মৃত্যু আমার,
বিশ্বাসে বিশ্ব,
কঠিন তপস্যায় আজ
তোমাতে পরিতৃপ্ত।
তুমি অগাধ তুমি বিশাল,
তোমাতে বিলীন আমি
হৃদয়ে বিরাজ থেকো শুধু,
সংগ্রামে বিফল আমি।
আমার আমি আমার তুমি
সবটাই বিভ্রম,
জগৎ জুড়ে মনের মানুষ
খূজি আন্দোলনে,
ছোট্ট ঘরের ছোট্ট কোণে-
বসে সে আনমনে।।
—- নীলাঞ্জনা—–
কবি নীলাঞ্জনা সরকার এর কলম থেকে —
“ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি। “
এই লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন মানসী-কিনবে-গো মনোস্কামনা আমি-নারী
[…] কবি নীলাঞ্জনা সরকার এর কলম থেকে — “ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি। “ […]
[…] এই লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন মানসী-কিনবে-গো মনোস্কামনা সংগ্রাম আমি-নারী […]