বিপথে চলে গেছে যে পদচিহ্নগুলি
তাঁরা খই ছড়িয়েছে পথের ধারে।
অন্নহীন মানুষগুলো
তাকেই পরমান্ন ভেবে
ধন্য ধন্য করেছে তাঁদের।একটাও পদচিহ্ন ফিরে আসেনি আর।
যারা ফিরতে চেয়েছিলো
তাঁরা খইয়ের চিহ্ন খুঁজতে গিয়ে
পথ হারিয়েছে বারবার।
তাঁরা খই ছড়িয়েছে পথের ধারে।
অন্নহীন মানুষগুলো
তাকেই পরমান্ন ভেবে
ধন্য ধন্য করেছে তাঁদের।একটাও পদচিহ্ন ফিরে আসেনি আর।
যারা ফিরতে চেয়েছিলো
তাঁরা খইয়ের চিহ্ন খুঁজতে গিয়ে
পথ হারিয়েছে বারবার।
কৃষ্ণ বর্মন……
এই লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন কেরল-তুমি-ভাবালে অটল বুভুক্ষু-স্বাধীনতা ক্ষুদিরামের-জন্ম এখনো-বাকি-নাগাসাকি বাইশে-শ্রাবণ কেন-রে-মেয়ে নারী-তুমি-প্রমান-দাও