টাকাপয়সা চুরি হতো ,
চুরি হতো গয়নাও ,
হাল ফ্যাশন -এ মন চুরি হয়,
কখনও দেনা -পাওনাও।
এখন হাওয়া হচ্ছে বদল ,
মন চুরিকে চাপিয়ে –
চলছে এখন লেখা চুরি ,
সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে ।
লিখছো লেখো , ছাপছো ছাপো ,
সবাই তো আর রবি ঠাকুর নয়
তুমি যদি মন্দ লেখো , ক্ষতি কি !
নিজের নামটাই দাওনা ভাই।
অন্যের লেখা চুরি করে ,
খেলবে কদিন লুকোচুরি ?
Copyright প্রকাশ পেলে ,
যেতে হতেও পারে মামারবাড়ি।
আরো লেখা পড়তে ক্লিক করুন একই সব নষ্ট ফাঁদ আর হাসি সব-বোকামি আসছি নারীদিবসে কোথায় সাত সাতটি বছর ইচ্ছে দুটি পাখি মা-র কালো মেয়ে গল্প উল্লাস তুমি শুধু তুই আমি চাহিদার বসবাস শরীর-মন রক্ত ফাঁদ আর হাসি মরিবার তরে কথা ছিল ইচ্ছেপূরণ তুমি-আমিতে সময় হিজিবিজি আমার ছিল
[…] করা টাকায় প্রতিপালন করতে হবে। যে চোর, চুরি করেছে সেই ফল ভোগ […]