ইজেরের এক খুঁটে তেঁতুলের আচার
অন্য খুঁটে কাঁচা -মিঠে আম দুটো -কটা
মা তেল মাখাতে এলে
শরীরের রন্ধ্র থেকে গন্ধ আসে বাউল বাউল
চবুতরা জুড়ে দেখ ফোঁটা ফোঁটা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে যায়
“চল চল জল সই ,জল সই চল চল আয় !”
পাঠশালে মন নেই
মন নাচে দুপুরের অকালবোধনে
মা ভাত বাড়লে থালা ভরে ওঠে স্মৃতিতে স্মৃতিতে
টুপটুপ নদীর কাজল
ছপছপ নৌকো চলে যায়
“আমাকেও নাও ওগো .. আমি যে যাইনি ঐপারে !”
লোকারণ্যে একা মেয়ে
একা ইজেরের মত রাত
এক খুঁটে সংসার , আন খুঁটে আকাশ বাতাস
দিন গেল হরি হে সন্ধে হয়ে এলো দুই চোখে
“পার করে দাও ওগো
আমি যে জানিনা পারাপার …”
——-ঝিলম ত্রিবেদী
কবি “ঝিলম ত্রিবেদী” র কলম থেকে — (জন্ম- ১৭ই এপ্রিল, ১৯৮৪ )
শিক্ষা– দর্শন নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। সবসময়ের জন্য কবিতা ও পূর্ণাঙ্গ নাটক লেখালিখি গভীরভাবে শুরু হয় ২০১১/১২ সাল থেকে। প্রথম প্রকাশিত কবিতার বই- “নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা” ২০১৫ সালের বইমেলায় জন্ম নেয়। বেশিরভাগ লিটল ম্যাগাজ়িন, ব্লগজ়িন এবং বাণিজ্যিক পত্রিকায় লেখা প্রকাশ পাচ্ছে ক্রমাগত। ৪র্থ বাংলা কবিতা উৎসব-এ আমন্ত্রিত কবি হিসাবে বাংলাদেশের টাঙ্গাইল, ময়মনসিংহ ও ঢাকায় কবিতা পড়তে যাওয়া ২০১৮-তে। “এভাবেই কবিতার মধ্যে নিজেকে সঁপে দেওয়ার অভ্যাস করে চলেছি, চলব…”
লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন "বন্ধক" "ইউসুফজাই -উপত্যকা"
[…] আরো লেখা পড়তে ক্লিক করুন "ইন্দির-ঠাকরুন" "ইউসুফজাই […]
যখন ছোটোবেলায় মামা বাড়ি যেতাম গ্রামে ধান জাল দেওয়ার গন্ধ পেতাম, অনেকের হয়তো ওই গন্ধ বাজে লাগত, কিন্ত আমার খুব আপন লাগত। আজ অনেক দিন পর সেই গন্ধ পেলাম কবির লেখায়।
“ইন্দির ঠাকরুণ”— এক অপ্রচলিত মানুষ। একা এক অসমাপ্ত জীবনের ভুল-হয়ে-যাওয়া সুর। কোথায় যেন কী একটা হারিয়ে গেছে ইন্দির-এর.. যার খোঁজ সে আর পায়নি কোনদিন… সেই অসম্পূর্ণ মেয়েটিকে সম্পূর্ণ করল বিভূতি-সত্যজিতের নরম তুলির টানে গড়ে তোলা অল্পস্বল্প ছবি।
আমি, আমরাও তো মেয়ে। অসম্পূর্ণ, কখনও অবাঞ্ছিত! সামান্য তেল-তৈজসের সংসারে অসামান্য অবহেলার মেয়ে আমরা! তাই আমায় ভাবায় ইন্দির, আমায় কাঁদায় ইন্দির… সেই ধু ধু জল পড়ে রইল এই লেখায়।
পড়বেন, পড়বে, পড়বি।
ভালো লাগলে মতামত চাই আমার, মৌসুমী-র। ওর সুদূর জাপানে বসে এই নিভৃত ও একক সাহিত্য-প্রচেষ্টায় তৈরী নিজস্ব ব্লগ— “মন ও মৌসুমী”-স্বার্থক হয়ে উঠবে তাহলে।
লিংক-টি দেওয়া আছে নীচেই। তার উপরে একটা ছোট্ট ক্লিক করলেই কবিতাটি পড়া যাবে অনায়াসে।
আয় বন্ধুরা, আমরা সকলে ওর প্রচেষ্টাকে ভরিয়ে তুলি আদরে আদরে…
এক চিরন্তন স্বাদ গন্ধ মায়া…মন ছুঁয়ে গেল।
আমি সাহস করিনা দুর্দান্ত কবির এই লেখায় কিছু বলা! খেটেখাওয়া শ্রমিক চেনেই কেবল দাঁ-কাস্তে! সাধ্য কি তার কবিতা বোঝার??
শুধু বলি,”হে কবি, কেবল বি নি সুতোয় কাব্যমালাই গেঁথে যেও জন্মজন্মান্তর”!
বহুবার পড়লাম মগজে ঢুকাতে। খানিকটা ঢুকেছে, খানিকটা কোষাগারেে জমা রাখলাম!
যখন বড় হবো, তখন মস্তিষ্কে চালান করবো!
অসাধারণ, অপূর্ব ঝিলম…!!!💖💗💕👌✊🎓🎓🎓📝📝🎬🎬
খুব সুন্দর লিখেছ। সুন্দর সব লাইন।’আমাকেও নাও ওগো,আমি যে যাইনি ঐ পারে’ । ‘ঐ’ কথাটায় কি চমৎকার ছন্দ এসেছে!!’টুপটুপ নদীর কাজল’ ,’আম দুটো কটা’ ইত্যাদি শব্দবন্ধ গুলি সুচারুভাবে ব্যবহৃত।
আমার খুব ভালো লেগেছে।
[…] লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন "বন্ধক" "ইন্দির-ঠাকরুন" […]