ঋতুমতী আমি মেয়ে, তাই বন্ধ প্রভূর দ্বার,
আমার ছোঁয়ায় নষ্ট ধর্ম,সমাজ তোলে হুঙ্কার।
নজরেও দোষ থাকে লাগলে সর্বনাশ,
শুধু কালো টিকা ধরতে পারে এই বিপদে রাশ।
একাদশীর উপবাসে অভুক্ত বিধবা রমনী,
বিপত্নীক পুরুষের আছে অন্য কাহিনী।
গ্রহণেও মহাদোষ, তাই ধম্মকম্ম সব বন্ধ,
অনাহারে বসে কাটে হাতে তুলসীর গন্ধ।
হিজরের স্পর্শেই শিশুর জীবন হয় উদ্ধার,
শুধু সখ্যতায় মুখ লুকায় সমাজ বারবার।
কালো বেড়াল রাস্তা কাটলে আসে সমুহ বিপদ,
অসতর্কতায় দোষ নেই বেটা বেড়ালটাই আপদ।
শ্রাদ্ধশান্তিতেও রাখতে হয় পেটপুজোর আয়োজন,
তাহলেই শান্ত আত্মা নইলে ব্যাপক বিভাজন।
আছে হাজার বিশ্বাস হয় জাগ্রত নয় অন্ধ,
বৈজ্ঞানিক বিশ্লেষণেই মেটাতে পারে জ্ঞান-অজ্ঞানের দ্বন্দ্ব।।
কলমে সুদীপা মন্ডল