মন-মরুভূমি

0
1788
Photo : M K Paul

“চির ধরা সম্পর্ক ,মনগড়া আশা
এক নদী পেরিয়ে , অসীম হতাশা।

তুমি আছো , আমি নেই
আমি আছি তুমি ;
সাগরে মিলায়ে দেহ
মনে মরুভূমি।

অনেকটা এগিয়ে , কিছু পা পিছনো
কল্পনা পেরিয়ে স্বপ্নতে মেশানো।

সব-এর মাঝ থেকে কেউ
কিছু , আজ বাদ ;
‘সোনা ‘ থেকে পরিমাণে
‘ মন ‘ জুড়ে বেশি খাদ।”

 

Mousumi Kundu Paul

–মৌসুমী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here