ইউসুফজাই -উপত্যকা

2
2774
Photo By M K Paul

এসে বসো এই ঘাসের ওপর
এই মৃদু ঘাস ভীরু ভীরু ঘাস দেখুক তোমাকে একটু..
তুমি যখন জীবন ভেঙে দিয়ে চলে গেছিলে
ঘরে মা,বাবা, পড়ার লুকোনো তাক, জানলার রক্তহীন কাচ
দেবদারু গাছের শাখায় আটকে যাওয়া ওড়নাটা
তোমাকে দেখেছিল
বলেছিল —
“তুই যা। .আমাদের গ্রহণ লাগা মনে সূর্য্য নিয়ে আয় !”

দেখো,কেমন আছে তোমার উপত্যকা ,
তোমার টেবিল
টেবিলে কিশোরী-কাল ,না-পাঠানো-চিঠি ,ছোট ছোট মেয়েমানুষি —
তেমনই আছে কি ?
আজো যে গভীর আছো তুমি
মাথা উঁচু
শিরদাঁড়া টান
সেকথা সবাই জেনে গেছে
তোমার নামেই নাম সাক্ষর করতে শিখেছে !

শুনতে পাচ্ছো পাহাড় বলছে তোমাকে —
“মণি আমার
সবার চোখের মণি
তোকে কেউ কেড়ে নেবে –কার এতো সাহস আছে শুনি ?”

কবি: ঝিলাম ত্রিবেদী

Poet -Jhelum Tribedi

কবি “ঝিলম ত্রিবেদী” র কলম থেকে — (জন্ম- ১৭ই এপ্রিল, ১৯৮৪ )
শিক্ষা– দর্শন নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। সবসময়ের জন্য কবিতা ও পূর্ণাঙ্গ নাটক লেখালিখি গভীরভাবে শুরু হয় ২০১১/১২ সাল থেকে। প্রথম প্রকাশিত কবিতার বই- “নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা” ২০১৫ সালের বইমেলায় জন্ম নেয়। বেশিরভাগ লিটল ম্যাগাজ়িন, ব্লগজ়িন এবং বাণিজ্যিক পত্রিকায় লেখা প্রকাশ পাচ্ছে ক্রমাগত। ৪র্থ বাংলা কবিতা উৎসব-এ আমন্ত্রিত কবি হিসাবে বাংলাদেশের টাঙ্গাইল, ময়মনসিংহ ও ঢাকায় কবিতা পড়তে যাওয়া ২০১৮-তে। “এভাবেই কবিতার মধ্যে নিজেকে সঁপে দেওয়ার অভ্যাস করে চলেছি, চলব…”

 

 লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন "বন্ধক" "ইন্দির-ঠাকরুন"

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here