অপেক্ষায় রইলাম আগামী
পূনর্জন্মের,
আবার একটা অপুর
জন্য।
আম আঁটির ভেঁপু বাজিয়ে
জাতিস্মর হবো বলে,
সামিয়ানা টা টাঙানোই আছে
আবার যদি ফিরে আসে
কোনো দিন আর একটা
পথের পাঁচালী ,
অপু দুর্গার খুনশুটি?
কাশবনের রেলগাড়ি
দেখার গল্প,
ইন্দিরা ঠাকরুনের
পিচুটি পড়া চোখের
অসহায় চাউনি?আমি এখন বড়ো
হয়ে গেছি,
কারণ আমি আজ
তোমাদের কাছে
জাতিস্মর।
পূনর্জন্মের,
আবার একটা অপুর
জন্য।
আম আঁটির ভেঁপু বাজিয়ে
জাতিস্মর হবো বলে,
সামিয়ানা টা টাঙানোই আছে
আবার যদি ফিরে আসে
কোনো দিন আর একটা
পথের পাঁচালী ,
অপু দুর্গার খুনশুটি?
কাশবনের রেলগাড়ি
দেখার গল্প,
ইন্দিরা ঠাকরুনের
পিচুটি পড়া চোখের
অসহায় চাউনি?আমি এখন বড়ো
হয়ে গেছি,
কারণ আমি আজ
তোমাদের কাছে
জাতিস্মর।
প্রবীর ভদ্র এর কলম থেকে “লেখা আমার পেশা নয়, আমার নেশা।
আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।
মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”