Photo By M K Paul
কারোর জন্য শুধুই হাসির খোরাক্,
কারোর আবার মন খারাপের ওষুধ,
কারোর কাছে সাহায্যের দুটো হাত্,
দুবেলা পেট ভরে খাবার ভাত্….
কেউ কেউ আবার বন্ধুতের ছলে
পিঠে গুজে দেয় ধারালো ছুরি,
কারোর কাছে ভালবাসার পাত্রী,
কখনো মায়া আর মমতার লুকোচুরি..
আমি কে?
আদৌ কি আমি আছি?
নাকি আমার থাকা বারন্.
কেউ বা কারোও-তেই আমি বাঁচি!
আমি নেই.
আমি চাইলেও আমি নেই.
আমি কি আমিতেই শেষ,
শেষ আর তার অবশেষ…
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941