উপহাস আর অবহেলার মাঝেও
ভালোবাসা থাকে।
থেকে যায় অদম্য ইচ্ছা।
যে ভালোবাসে সেই জানে
প্রত্যাখানের মানে।
নদীর যেমন গতি থাকে
আকাশের বিশালতা
বারে বারে খুঁজেও
তল পাবেনা সমুদ্রের গভীরতা।
যতই উঠুক ঝড়
মেঘ যমুক আকাশে
বৃষ্টি হলেই ধুয়ে যায়
চোখের কাঁকড়।
কবে দেবে তুমি তোমার কাঙাল হৃদয়।
সব ভালোবাসা কি পরিনতি পায়?
ঠোঁটের চুম্বন , সিঁথির সিঁদুর
পুরোটাই পেতে চায় সে
যে পথ চলতে চায় বহুদূর।
ঈশ্বর তারেই সাথ দেয়
যে সততা দিয়ে বোঝায়
তার ভুল।
থেকে যায় অদম্য ইচ্ছা।
যে ভালোবাসে সেই জানে
প্রত্যাখানের মানে।
নদীর যেমন গতি থাকে
আকাশের বিশালতা
বারে বারে খুঁজেও
তল পাবেনা সমুদ্রের গভীরতা।
যতই উঠুক ঝড়
মেঘ যমুক আকাশে
বৃষ্টি হলেই ধুয়ে যায়
চোখের কাঁকড়।
কবে দেবে তুমি তোমার কাঙাল হৃদয়।
সব ভালোবাসা কি পরিনতি পায়?
ঠোঁটের চুম্বন , সিঁথির সিঁদুর
পুরোটাই পেতে চায় সে
যে পথ চলতে চায় বহুদূর।
ঈশ্বর তারেই সাথ দেয়
যে সততা দিয়ে বোঝায়
তার ভুল।
—সুজাতা ঘটক
লেখিকার কলম থেকে :কলিকাতা বিশ্বাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর , ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয় থেকে মাস্টারস অফ বিসনেস এডমিস্ট্রেশন বিভাগে পড়াশোনা। পারিবারিক সূত্রে ছোটবেলা থেকে গান ও আবৃতির সাথে যুক্ত। সখ : ফুলের বাগান।
লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন "ইচ্ছে"