উদ্বাস্তু

0
740

“আজ আমি হাতেনাতে ধরবোই এই বইলে দিলুম”- স্বগতোক্তির মতো সন্ধ্যা নিজেকেই চ্যালেঞ্জ ছুঁড়লো।যেভাবে কদিন ধরে দাদা বৌদির কথা কাটা কাটি চলছে মাস শেষ হবার আগেই মাস কাবারী দ্রব্য কিনা শেষ এই বিষয়কে কেন্দ্র করে। ইস কি বিচ্ছিরি নিজেরই খারাপ লাগে ,গরীব হলেও সে খুব সৎ । গায়ে গতরে খেটে রোজগার করে ,মাথা উঁচু করে বাঁচে।তাই এমন আলোচনা হলে বুঝতে পারে তাদেরই বুঝি ইঙ্গিত ।আত্ম সম্মান বোধটাও বেশ প্রখর সন্ধ্যার।

“রান্নার কাজ করে উপার্জন করে খাই গো, তাবলে চোর নই”-এই কথাটা মুখ ফস্কে বলতেই যাচ্ছিল দাদাবাবু কে।নেহাত অসুস্থ বৌদি কষ্ট পাবে,এতো বড় অপারেশনের ধকল,তাই সামলে নিলো নিজেকে। আজকাল মানুষের হাতে যত বেশি অর্থ তত যেন অন্যদের প্রতি দোষারোপ করবার প্রবণতা।

“এই সবে মাসের একুশ তারিখ,এর মধ্যে চাল, চিনি,তেল শেষ! কি হচ্ছে বল দেখি সংসারে?”

” সত্যিই তো রান্নাঘর থেকে মুদিখানা দ্রব্য এভাবে কিনা গায়েব! তবুও সন্ধ্যা রান্নার মেয়ে হতে পারে অহেতুক সন্দেহ করা ঠিক নয় ওকে”- বলে অভীককে স্বান্তনা দেয় রিদিমা।

“হ্যাঁ রে বাবু, এত নোংরা করেছিস স্কুল ব্যাগ,কাচতে দিচ্ছি কিন্তু আজ”-কথাটা শুনেই তড়াক করে ছুটে এসেছে বিট্টু-“না গো মা যাচ্ছি দাঁড়াও” বলেই ব্যাগ কাড়তে উদ্যত,চোখে মুখে কি যেন একটা লুকাচ্ছে ভাব।

“এ কিরে ব্যাগে এসব প্যাকেটে চাল,ডাল,চিঁড়ে কিসের?”চোখ পাকিয়ে অবাক বিস্ময়ে মা কে দেখেই ভয়ে আমতা আমতা করে বিট্টু।
“রাগ করোনা মা-আমি জানি ,না বলে নিয়ে অন্যায় করেছি ,অনুমতি নেওয়া আমার উচিত ছিল কিন্তু বাবা যা রাগী,সাহস হয় নি গো”!

“কিন্তু কি করছিস এসব তুই ” রিদিমার কৌতূহলী প্রশ্নের আগেই বিট্টু বলতে থাকে,”জানো মা বন্যার জলে ঘর বাড়ি খুইয়ে কিছু উদ্বাস্তু পরিবার আমাদের স্কুলের মাঠে তাঁবু খাটিয়ে চরম অবহেলায় দিন কাটাচ্ছে । আমি বন্ধুদের অনুরোধ করেছি বাড়িতে বলে কিছু করে আনতে, তুমি অসুস্থ, আর বাবাকে বলবো কি ,বললেই তো রেগে যাবে “!

এটা অন্যায় করেছিস বাবু। ভালো কাজেও না বলে কিছু করতে নেই কেমন। যা ঠাকুর ঘরে আমার লক্ষী ভাঁড়টা নিয়ে আয়, ওতে যা টাকা আছে রান্নার দিদির সঙ্গে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে আন।কাল ওদের দিয়ে আসবি বন্ধুরা মিলে।”আহারে কষ্টে আছে ভিটে মাটি ছাড়া উদ্বাস্তু পরিবারগুলো,তবু যা কিছু করবি একবার অন্তত অনুমতি নিবি আমাদের”।

 

কলমে-রাণা চ্যাটার্জী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here