যেমন তোমায় ভালবেসে ছুঁই
এখন থেকে আমরা হলাম “তুই” ,
দুইজনাতে হ’য়ে উঠি ফুল ও প্রজাপতি
কে কী ভাবলো , তাতে আমাদের কীই-বা লাভক্ষতি ?
আমরা হলাম পক্ষী মাণিকজোড়
প্রেমের নেশায় উড়াল দিলাম মুগ্ধ তেপান্তর,
ঘর-দুয়ারে রইলো ইতি, মনোচোর পীরিতি
হারিয়ে দিলো সকল রেওয়াজ নিয়ম প্রথা রীতি।
স্মৃতি সত্ত্বা তুচ্ছ বিষয়, উচ্চ মনের মিলন
ভাগ্যলিখন যা হয় হবে, বিহঙ্গ হৃদিমন
আজ উদযাপন করি অনুক্ষণ যৌবন আর
প্রেম
যতক্ষণ এ জীবন আছে ততক্ষণ খাদেম
থাকতে চাই একে অন্যের , তুই আমাকে ডাক
যত্ত খুশী বেত্তমিজ সম্বোধনের ঝাঁক—
আঁকা থাকবে আনন্দে তাই, পাক্কা দিলাম কথা
তুই মুই দুই আদম হ্বাওয়া, বাকিটা রূপকথা !
কলমে বদরুদ্দোজা শেখু, বহরমপুর