তুমি বলো আমি তোমার জীবনের আলো-
আমি বলি আমি বোধহয়
মোমের আলো।
যখন খুশি নেভাও আমায়,
যখন খুশি জ্বালাও।
ভাবতে পারি প্রদীপ আমি ,
নয়তো সলতে টুকু-
তোমার কাছে আমার দাম-
জ্বলন্ত আগুনটুকু।
তুমি বলো আমি তোমার
নিরুদ্দেশের ঠিকানা-
আমি বলি হয়তো তোমার
পুনর্জন্মের প্রায়শ্চিত্ত।
ভাবতে পারি আশা আমি,
নয়তো ভালোবাসা,
তোমার কাছে আমার দাম-
চরিত্রের ঠিকুজি খানা।
তুমি বলো আমি তোমার
তাজমহলের প্রেয়সী-
আমি বলি আমি তোমার
কৃষ্ণচূড়া ফুল।
ভাবতে পারি ধূসর মরু আমি-
নয়তো বহ্নিজল-
তোমার কাছে আমার দাম
বালির ঝড় টুকু।
তুমি বলো আমি তোমার
স্বপ্নে দেখা কন্যে-
আমি বলি আমি তোমার
বিচিত্র রূপে রঙে।
ভাবতে পারি নিজেকে তোমার
রাজনীতির অস্ত্র-
হয়তো বা হতে পারি
তোমার জীবন যুদ্ধের অঙ্গ।
নাও যদি বুকের মাঝে-
সত্যি করে জড়িয়ে রেখে
করতে পারি এমন লড়াই-
তোমার সব শত্রু –
দেয় রণে ভঙ্গ।।
কবি নীলাঞ্জনা সরকার এর কলম থেকে —
“ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি। “
এই লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন মনোস্কামনা আমি-নারী সংগ্রাম
Sundor…..sesher koekta line mon dhore rakhlo
As usual khub bhalo likhecho nilanjana!❤
তোমার আমি তে আমি নিমগ্ন
এভাবেই ‘তোমার আমি ‘ প্রকাশিত হোক নব নব রূপে!