কিছু উত্তর জানা থাকলেও
প্রশ্ন জাগায় মনে,
বদলেছো কি তুমি একটুও
নাকি পরে আছো কোনে?
রোজ রোজকার এক হাহাকার
অনুভূতিদের উস্কানি ,
নিপাত যাক এ উস্কানি
নিজেকে নিজে না চিনি।
বিষাদ সুরের কবি গান আর
লাগছে না সত্যি ভালো,
দিনলিপিকে পাল্টে দিতে
কেউ কি জ্বালাবে আলো!
আলো জ্বলুক বা নাই বা জ্বললো
পুড়ে ছাই হয় প্রেম ,
প্রেমের আগুনে ছাড়কার গেছে
ভালো-থাকার ভ্রম।
এ ফাঁদের নেই বাহির রাস্তা
ক্ষয়ছে সবুজ ইচ্ছে ,
সব উত্তর বাস্তবেতে
কল্পনারা সব মিছে।
কিছু উত্তর জানা থাকলেও
জানতে চাই না, আর মন,
কি হবে জেনে , সেই উত্তর
যা ভেঙে দেবে এক,
“সুখী গৃহকোণ”।
©মৌসুমী
©মন_ও_মৌসুমী