Tag: bengali poem by Mousumi Kundu Paul
বুকের ভেতর নদী
প্রতিটি মানুষের বুকের গভীরে ,
কোথাও এক নদী বয়ে গেছে
অনাবিল ,ঠান্ডা , যা স্পর্শকাতর।
সেখানে সময় অসময়ে হয় কত নৌকাডুবি ,
সেখানে ফোটে পদ্ম -শালুক
কখনো সেখানে, কচুরিপানার...
সাত, সাতটি বছর
বলতে গেলে দশটি বছর
তোর সাথে মোর প্রথম দেখা.
লাজুক লাজুক ভীরু ভয়ে
আমার সাথে তোর কথা.
বুঝেছিলাম প্রথম দেখায়
তোর প্রাণে লেগেছে ছোঁয়া.
আমি তখন ডাকসাইটে,
থোরাই আমায় সহজ পাওয়া.
তোর্...