Tag: bengali poem by Amit Majumdar
রাখী বন্ধন
রাখী মানে নয়তো কেবল
সুতোর বন্ধন।
রাখী মানে ভালোবাসা
হৃদয়ের স্পন্দন।
রাখী মানে ভ্রাতৃত্ববোধ
নতুন দিনের স্বপ্ন।
রাখী বাধা মানেনা কোনো
জাতি, ধর্ম, বর্ণ।...
হঠাৎ খুঁজে পাওয়া
একটি মেয়ে ছোট্ট পুতুল,
তুলতুলে দুই গাল।
একটি ছেলে, কথায় কথায়,
লজ্জায় মুখ লাল।
মেয়েটি কথার ফুলঝুরি,
ছেলেটি ভীষণ চুপ।
ছেলেটির রঙ শ্যামলা,
আর, মেয়েটি অপরূপ।
হেসে খেলে কাটছিলো দিন,
কিন্তু বিধি বাম।
মেয়েটি...