স্বপ্ন জগৎ ভালো !
না, বাস্তব জগৎ অনেক ভালো ।
আমি জানি আমাদের বেশীর ভাগ মানুষ
স্বপ্ন জগতে তার স্বপ্নের ডালি খুলে
খুব আনন্দ করে এবং স্বপ্নের জগতে ভাসে ।
কিছু মানুষ এখনও বাস্তব জগতে ঘোরা ফেরা
করতে ভালোবাসে, যেমন ‘আমি’ ।
বাস্তবে অতিরিক্ত পরিশ্রম করবার পর
যদি কখনও রাতে স্বপ্ন দেখা যায়
সে স্বপ্ন হয়তো অধিকাংশ এলো মেলো
অথবা বড় ‘নিখুঁত’ বাস্তবে – সঠিক তার পরিণতি !
বাস্তব জগৎ কে আরও বেশী করে ভালোবেসে
কাজের জগৎকে আরও – ছড়িয়ে দাও
দেখবে একদিন সঠিক বাস্তব জগতের
স্বপ্ন – ই দেখছো ।
স্বপ্নের জগতে বাস্তবতা কম
মনের অধিক পরিশ্রম বাড়িয়ে দিয়ে
বাস্তব স্বপ্ন বেশী করে দেখো
মানসিকতা, বাস্তবতা তোমাকে
বড় ভালোবাসবে ।
কবি পরিচিতি : বিকাশ রায় ,অবসরপ্রাপ্ত ব্যাংক অফিসার। ছোটবেলা থেকেই সাহিত্য চর্চা খুব পছন্দের বিষয়। বিভিন্ন ওয়াল ম্যাগাজিন, স্কুল ও বিশ্ব বিদ্যালয়ের পত্রিকার সাথে যুক্ত থাকার দরুন কলম ইচ্ছে ডানায় ভাসতে চায় আজও।
দারুন
ভালো হয়েছে।
Apurbo