স্বপ্নেরফেরিওয়ালা আর আসেনি।
এখন আর দাম দিয়ে কেউ স্বপ্ন কেনেনা।
কপালের ভাঁজে বয়সের ছাপ।
চমশার কাঁচ বদল হয়
বন্ধুও বদল হয়
চুন খসে পড়া দেয়ালে
পিঠ ঠেকে যায়।
তবু কদম গাছটায় আবার
নতুন ফুল।
যেন এক জীবন থেকে আর
এক জীবনে ফেরা।
বহুদূরে আমি-
স্পর্শ করবে না
আমার আঙুল তোমার কপাল।
আমার সুপ্ত প্রেম
তোমার জানলায় সারারাত….
কলমে মধুমিতা দাশগুপ্ত, কলকাতা
ভিক্টোরিয়া ইনসটিটিউশন্ থেকে স্নাতক