স্বপ্নে তোকে খুঁজে পাই
তোর কাছে যাই,
স্বপ্নে সেই পাহাড়ে একটা দিন কাটাতে চাই
তিস্তার ধারে বসে, কল্লোলিনী স্রোতে বয়ে যেতে চাই,
স্বপ্নে, তোকে আবীরে রাঙাতে চাই,
সেই সোনাঝুরির মেঠো পথে
তোর কবিতার ছন্দে,
দূরে কোথাও হারাতে চাই,
সেই শিশির ভেজা সবুজ ঘাসের
স্নিগ্ধতা গায়ে মাখতে চাই,
স্বপ্নে,নন্দনে আমি তোর পাশে,
হাতে হাত,চোখে চোখ,দুজনে দুজনার কাছে,
স্বপ্নে, খোলা আকাশে ডানা মেলতে চাই,
স্বপ্নে,,,
তোর সাথে একটা দিন কাটাতে চাই….
দীপিতা চ্যাটার্জীর কলম থেকে —
আমি আমার স্বপ্নটা ,আমার মনের কিছু কথা , কবিতার মধ্যে দিয়ে তুলে ধরতে চাই। জানিনা কতটা বলতে পারলাম ,আমার এই কবিতা লেখা , ভাবনা ,সবই আবার করে ফিরে পেতে ,আমার জীবনের কিছু মূল্যবান মানুষের অনুপ্রেরণা খুব মূল্যবান।
এই লেখিকার আরও লেখা পড়তে ক্লিক করুন অনুভূতি অপরূপা-অবিলীন বৃষ্টি
খুব সুন্দর একটা স্বপ্ন, যা মন কে নিয়ে যায় অনেক নিরুদ্দেশে……
[…] লেখিকার আরও লেখা পড়তে ক্লিক করুন স্বপ্ন SOURCEDipita […]
[…] এই লেখিকার আরও লেখা পড়তে ক্লিক করুন অপরূপা-অবিলীন স্বপ্ন বৃষ্টি […]
[…] লেখিকার আরও লেখা পড়তে ক্লিক করুন স্বপ্ন অনুভূতি অপরূপা-অবিলীন […]