শাকচুন্নির বিয়ে হবে, মামদোও খুব খুশি
ব্রহ্মদত্তি খুব ব্যস্ততার চিন্তা বেশি।
স্কণ্ডকাটা বরকর্তা ,বরের পাশে সিট
তালগাছে তে হবে বিয়ে , রাত বারোটায় ঠিক ।
কিম্ভূতেরও দায়িত্ব খুব ,ভাই বলে কথা !
শাকচুন্নির গয়না গুলো তার কাছেতেই রাখা ।
মামদো এখন ধুতি খুঁজতে গেছে ধোপার বাড়ি ,
শাকচুন্নির শাড়িটা শুনছি তার থেকেও ভারী ।
লিপিস্টিক এর হচ্ছে জোগাড় পুঁই মিটুলি দিয়ে,
মেকাপটা বেশ হয়েছে খাসা চুন – সুড়কি – ঘিয়ে ।
শাকচুন্নির পিসির মেয়ে কনে সাজানোয় সেরা ,
গালভরা প্রশংসায় নিজেই আত্মহারা ।
প্যান্ডেল আজ করতে গিয়ে কান্ড হল বিরাট,
মামদোর ভাই পা পিছলে পড়ে গিয়ে ধড়াস !
সন্ধে সন্ধে হতে গেলো আয়োজনও প্রায় শেষ ,
খাবার দাবারের গন্ধ কিন্তু ভেসে আসছে বেশ !
মেনুতে আছে ইলিশ মাছ , ঘুসো চিংড়ি ভাজা,
সাথে চিকেন তন্দুরি আর কাশী ময়রার গজা ।
পাতে পড়বে কচুড়ি ,কাবুলি ছোলার সাথে,
নলেন গুড়ের রসগোল্লাও রয়েছে শেষ পাতে ।
বরযাত্রী এসে গেল সুপারি পাতায় করে ,
শাকচুন্নির বাবা মাও দৌড়ালো তার তরে ।
মামদো কে আজ বর সেজে লাগছে কিন্তু ভালো,
হুলো বিড়ালের সাথেই না হয় একটু তুলনা হল !
শাড়ি পড়ে শাকচুন্নির হয়েছে ঝামেলা ,
নোলক খানা পড়েছে যেন অজপাড়াগাঁর টিয়া ।
মেছপেত্নী হ্যাংলা বড়ো, খাবারের দিকে চোখ,
তার ছেলেটাও একইরকম ইলিশ মাছে ঝোঁক ।
আরো এলো নাম না জানা কত ভূতেদের দল ,
বিয়ের মন্ত্র শুরু হল ‘ হিং টিং ছট ‘ ।
গোভূত টাও চলে এসেছে নিয়ে প্রেজেন্টেশন ,
সাহেব ভূত ট্রেনে আছে, এখনও দুটো স্টেশন ।
ব্রহ্মদত্তি নান্দি মুখে বসলো এই সবে,
একটু পরেই রাত বারোটায় বিয়ে শুরু হবে ।
তুমি এখনও সাজোনি বোধহয় , তাড়াতাড়ি করো,
একটু দেরি হলে খাবার নাও পেতে পারো ।।
কলমে বর্ণালী দাস, বৈদ্যপাড়া বৈদ্যবাটি
২০২০ তে ইতিহাসে স্নাতক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ।বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম নিয়ে পড়াশোনা করছি । ইতিহাস পড়াকালীনই নিজের চিন্তাধারা প্রকাশের মাধ্যম হিসাবে কবিতা লেখাকে নিজের সঙ্গী করে নিই ।
Besh mojar Kobita 😊 , aaro onek lekha chai apnar theke
Khub Valo kobita😊😊
খুব নতুনত্ব পেলাম কবিতাটির মধ্যে। অসাধারন!
Khub sundor laglo, sathe mojao pelam. Aaro likhben emon kobita
খুব সুন্দর হয়েছে 😄😊, দারুণ মজার কবিতা।
Ami montromugdho hoe gechi❤️🔥
দারুন দারুন 😊😊 কেলেঙ্কারি এক্কেরে
ভূত ভূত পরিবেশ “ভোজনের রকমারি বিশেষ”।
খুব ভালো লাগলো …👍💖
অজানা তথ্য পেলাম অনেক 😄 কবিতাটি পড়ে খুব ভালো লাগলো… ❤️👍 Darun😊
Big fan madam♥️
Osadharon hoyeche. Erokom aaro lekha chai