সবার আছে অনেক শখ,আমার শুধু একটি,
ঘুম আমার বড্ড বেশি,জোরে ডাকি নাকটি।
বিয়ের আগে ছুটি পেলেই ঘুম গড়াতো একটা,
নাক ডেকে ডেকে কাজের বাজতো বারোটা।
অনেক চেষ্টা করেও মা, পারেনি ঘুম ছাড়াতে,
বকে বকেও পারেনি আমার, শখে জল ঢালতে।
বিয়ের পরে শ্বশুর বাড়ি, প্রথম সকাল হল,
বিয়ের ধকল অজুহাতে আটটা বেজেই গেল।
এরপর কদিন ছ টায় উঠে,গেল আমার প্রান,
ঘুমের জন্য মনপ্রান করে উচাটান।
কদিন পর পাড়ি দিলাম বরের সাথে বিদেশ,
ভাবলাম এবার আমার ঘুমটা হবে জম্পেশ।
হায় রে বিধাতা বুঝি অলক্ষ্যে হেসেছিল,
ঘরকন্না শুরু হল,ঘুমটা কেড়ে নিল।
বসে বসে ভাবতাম শুধু ঘুমেরই কথা,
কবে যে আবার হবে তার সাথে দেখা!
এত কষ্টে বিধাতার বুঝি দুফোঁটা জল পড়ল,
করোনা নামক রাহু বুঝি তারি সাথে ঝড়লো।
লকডাউনে ঘুমটা আবার জীবনে ফিরে এল,
পুরোনো শখ জেগে উঠতেই মন ভরে গেল।
করোনা ভয়ে কষ্টদুঃখ সবই রয়েছে মনে,
তবুও যেন একটুকরো সুখ মনের কোনে।।
কলমে ভ্রমর মন্ডল
Bah khub valo laglo pore, aro valo lekho.