শিশুকে শিশুর মত না থাকতে দেওয়ার
সমস্ত আয়োজন করে
যারা যন্ত্র আর যন্ত্রনাকে করেছে শৈশবের সমার্থক,
তাঁরাই বেলুন ফুলিয়ে
চকলেট বিলিয়ে
শিশু দিবসের শুভেচ্ছা জানায়,
বিজ্ঞাপনে মনে করায়
শিশুরা এখনও বেঁচে আছে।
অথচ কি আশ্চর্য
আমি একটি শিশুকেও
আজ সকাল থেকে
চিৎকার করে বলতে শুনিনি
“আমি খুশি খুশি বেঁচে আছি।”
পথে,ঘাটে,বাড়িতে,স্কুলে,স্টেশনে,দোকানে,কারখানায়
তোমরা এমন কারো খবর পেলে খবর দিও।
আমি শৈশবের কবর থেকে উঠে
তাঁকে আলিঙ্গন করে আসব।
কৃষ্ণ বর্মন……