কেন ধইরা রাখিস আমারে।
ছাইড়া দে ও পরান পাখি ছাইড়া দে
আমি যাই নিরুদ্দেশে উড়ে।
কেন বাঁধলি আমায় ওরে ও শিকারি।
আমি যে মরেছি তোর বাঁধনে।
যদি বা ছাইড়া দিস আমায় এ হেন কালে
আমি যে বাঁধা পড়েছি তোর শিকারি জালে।
আমি তো যাইতে পারিবো না তোর এ বাঁধন খুলে।
যদি তুই ছাইড়া দিস আমারে,
আমি ফ্যালফ্যাল কইরা চাহিয়া থাকিবো।
তোর ওই দুই নয়নে,কহিব কেন ছাইড়া দিলি
ওরে ও শিকারি তুই কি মন হারালি!?
কলমে সুস্মিতা দাস, সালকিয়া হাওড়া
টুকিটাকি online- এ এদিক ওদিক যেখানে পারি লিখি, নতুন কলম ধরেছি, ভুলভ্রান্তি হতে পারে। যতটা পেরেছি চেষ্টা করেছি, এবার আপনাদের পড়ে কেমন লাগবে, দেখা যাক, লিখতে ভালো লাগে লিখি, আরও অনেক কিছু করি অবশ্য যখন মন চায়। সব কিছু তো করা সম্ভব হয় না, যেমন ভাবনা,লেখা লিখে ফেলাই যায়, কিন্তু অনেক ক্ষেত্রে কিছু করতে গেলে তাতে বাঁধা আসে। অনেক কিছুই হয়ে ওঠে না।