যখন হয়েছে জন্ম তোমার,
বেঁচে থাকো তটভূমি
শিশির ফোঁটা ঘাসের ডগায়
উষ্ণ তোমার ভূমি।
তপ্ত বালু ঘ্রাণ দিয়ে যায়,
ভোর বেলাতেই কামড় কীটের!!
তোমার জীবন দুঃখ ব্যাপী
এই যে তোমার পিতৃ-ভিটে।
হাজার হাজার নৌবহরে
তটের ছত্রখান
পবিত্রতার রুপ সাগরে
করেছো অমৃত পান?
যখন জন্মেছো, এ ঊষর বালুতে
আলোর তেজে দগ্ধ প্রাণ
চোখের নিচের কালচে দাগে
হে তটরেখা, হয়েছো ম্লান??
তোমার এ জখমে যেন,
সহনের আরাধন
সোহাগী সে ঢেউ দিল
কপালেতে চুম্বন।।
কলমে শ্রাবনী ঘোষ, বেলিয়াবেড়া, ঝাড়গ্রাম