রঙিন বসন্ত

0
900

এই পলাশ !
কেন রে তুই থাকিস পড়ে
অবহেলায় ধুলোর পরে?
কেনই বা তুই থাকিস দূরে
উঁচু গাছের মগ ডালেতে।
কেনই বা তোর পাই না দেখা
পুজোর ফুলের ওই সাজিতে?
তোর তো দেখি দেমাক ভারী !
যাস না কেন সবার সাথে-ফুল বাজারে ?
আসিস না কেন মোদের ঘরে?
থাকিস কেবল পথের ধারে ।
রাধাচুডোয় পিরীত বুঝি !
করিস কেবল ঢলা-ঢলি ।
জানিসনে তুই ওর যে মরদ !
রক্ত রাঙা কৃষ্ণচুড়া,
মিছে কেন ছোক-ছোকানি
করিস কেবল পরকীয়া !
তোর আগুনের একটু ছোঁয়া
দিস না কেন আমার প্রানে ।
তোকে নিয়ে যাবই আমি
এই ফাগেতে মহুল বনে ।
রাঙিয়ে দিবি তুই আমাকে
তোর শরীরের পরাগ রঙে ।
না হয় দিবি একটু ছোঁয়া
আমার ঠোঁটে আলতো চুমে ।

কবি পরিচিতি : আশিস ভৌমিক

বিঃ দ্রঃ লেখাটি ফেব্রুয়ারী ,২০২০, “মাসিক জনপ্রিয় লেখনী” প্রতিযোগিতার অন্তর্ভুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here