ছোটবেলায় খেলা থেকে মার পরতো বেশি ,
আমার সেই চেঁচিয়ে কাঁদা, তোর মুচকি হাসি।
কুস্তি বলে নাকে মুখে চলতো ঘুষি মার,
পিঠ টিপিয়ে পয়সা আদায় ,তুই পগাড় পার।
ছোট চুল আর মিনি স্কার্ট দেখলে রক্ত চোখ,
“এবার তো একটু মেয়ে হ! কি বলবে লোক!”
মেয়ে থেকে মা হয়েছি, আজ গুনি দিন ,
তোর কাছে হাত পেতে বায়না আমার,
“চিরকালের ,চির-রঙিন”।
হোক না দূর দেশ দাদা, কলকাতা বা কলম্বো ,
তুই আমার নায়ক দাদা, তুই যে অনন্য।
বাপি-র সাথে টুসি যেমন রক্তে মিশে আছে,
নাই বা গেলো রাখি আমার, প্রণাম চলে গেছে।
একলা বিদেশ জানি দাদা, বড্ড কঠিন কথা ,
চোখ বুজে দেখ “দেখতে পাবি, কার কোলে তোর মাথা?”.
এই জীবনে অনেক পেলাম,আরো একটু চাই ,
জন্মে জন্মে পাই যেন ,”তোর মতো এক ভাই”।
#টুসির তরফ থেকে বাপি কে রাখির ভালোবাসা ও প্রণাম
#রাখি_বন্ধন
#মৌসুমী কুন্ডু