The Cut
এখনও গাছের পাতাগুলো
সাক্ষী হয়ে আছে
ঝলসানো পোড়া কটু
মাংসের গন্ধ নিয়ে।
দোমড়ানো মোচড়ানো
লোহার যন্ত্র দানবটা
ছড়িয়ে ছিটিয়ে পড়ে
আছে ,যেন ধ্বংসের
দেবতার আবির্ভাব
হয়েছিল।
অবিশ্বাস ক্ষোভ ও
বৈষ্যম্যের আগ্নেয়গিরি থেকে
বিস্ফোরিত অগ্নুৎপাত।
তবুও মনে হয়
এই নরমেধের অনাবশ্যকতা,
তবুও ভীষণই অপ্রয়োজনীয় যেন
এই রক্ত পিপাসার।
অবহেলার উৎসমুখ থেকে
নিঃশব্দে নিসৃত হচ্ছে
প্রতিদিন জীঘাংষার জ্বলন্ত
স্ফুলিঙ্গ।
জলপাই রঙের পোশাকে
তখনো লেগে আছে
নির্মম প্রতিহিংসার লোলুপ
প্রতিশোধের রক্তাক্ত
প্রতিলেপন।।
প্রবীর ভদ্র

প্রবীর ভদ্র এর কলম থেকে “লেখা আমার পেশা নয়, আমার নেশা।
আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।
মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941