প্রতিবাদ এখন দাঁড়িয়েছে
রাস্তায়,অসংখ্য সভ্য
মানুষের মৌন মিছিলে
জেগে ওঠে বিবেক,
থমকে দাঁড়ায় রাজপথ,
ব্যস্ততা মুছে ফেলে
বিমূঢ় চিত্তে ভাবতে থাকে- বিগত রাতের পাশবিক স্মৃতি,
কত শত নির্ভয়ার ধর্ষিত রক্তাক্ত যোনিতে রাজপথ হয়েছে পিছল এমনই,,,
পায়ে পায়ে শব্দ ওঠে আজ,
রাজপথ আজ জনাকীর্ণ
প্রজ্জ্বলিত মোমবাতি মিছিলে,
জানি, সময়ের হাত ধরে
ফিরে যাবে সবাই, বাড়ি ফিরে
জাগ্রত বিবেকের ‘পরে হাত রেখে নেমে আসবে ঘুম
পরম শান্তির,
শূন্য রাজপথে শিশির ঝরা কান্না,আর…
শুকিয়ে যাওয়া রক্তের দাগ প্রশ্ন তোলে অস্ফুটে,
“এই কি তবে মনুষ্যত্ব, এই বুঝি জীবনের ভবিতব্য?”
কবি পরিচিতি : রমেশ জাঠি, কলকাতা